সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দাখিলের নির্দেশনা চেয়ে রিট

রায়হান রাজীব | প্রকাশিত: ১ জুলাই ২০২৪, ১৭:৪২

ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল ও প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (১ জুলাই) বিচারপতি নজরুল ইসলান তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়। রিটটি শুনানির জন্য মঙ্গলবার (২ জুলাই) দিন ধার্য করা হয়।

রিটে মন্ত্রীপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ১০ জনকে বিবাদী করা হয়।

তিনি বলেন, সরকারের একটি কন্ডাক্ট রুল আছে। এ নীতি অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা সরকারের অনুমতি ছাড়া বিনিয়োগ, ধার কিংবা বিল্ডিং পর্যন্ত নির্মাণ করতে পারেন না। এছাড়াও চাকরিতে নিয়োগের শুরুতে তাদেরকে সম্পদের বিবরণী দেয়ার পাশাপাশি প্রতিবছরই সম্পদের হিসেব জমা দিতে হয়। তাহলে কিভাবে তারা এতো কিছু করলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top