বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ২১:২৬
নিজস্ব প্রতিবেদকঃ
করোনা মহামারীর কারণে বিসর্জনের শোভাযাত্রায় সমারোহ না থাকলেও ভক্তদের অশ্রুভেজা ভালোবাসাকে সঙ্গী করে ‘দুর্গতিনাশিনী’দেবী তাঁর দেবালয়ে ফিরেছেন। ঢাকের বাদ্যের তালে আর মুহুর্মুহু উলুধ্বনির মাধ্যমে সোমবার (২৬ অক্টোবর) তাকে শেষবারের মতো বিদায় জানালো মর্ত্যের বাসিন্দারা।
‘পৈতৃক ভিটায়’ বেড়ানোশেষে দেবী দুর্গা এক বছরের জন্য ফিরে গেলেন ‘কৈলাসে শ্বশুরালয়ে’। এরই মধ্যদিয়ে সমাপ্তি ঘটলো দেশের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পার্বণ শারদীয় দুর্গোৎসবের।
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বেলা দেড়টায় বনানী জাকের পার্টির হিন্দু ফ্রণ্ট পূজামণ্ডপের বুড়িগঙ্গার ওয়াইজঘাটের বীণাস্মৃতি স্নানঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজধানীতে দেবী দূর্গার বিসর্জনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কর্তাব্যক্তিরা জানান, করোনা মহামারীর কারণে এ বছর যে শোভাযাত্রা হবে না, তা আগেই জানানো হয়েছিল। সে অনুযায়ী বিষয়টি রাজধানীর দুইশোরও বেশি পূজা মণ্ডপের সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হয়েছে। তাই যে যার মতো স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জন দেবে।
এদিকে, প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে রাজধানীতে নেয়া কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র্যাবের পাশাপাশি নৌ-পুলিশও দায়িত্ব পালন করেন। এছাড়া, বিআইডব্লিটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে বুড়িগঙ্গার তীরে প্রস্তুত রাখা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দেবীপক্ষের শুরু হয় যে অমাবস্যায়, সেদিন মহালয়া; আর মহালয়ার প্রাক সন্ধ্যায় ‘কাত্যায়নী মুনির কন্যা’ রূপে মহিষাসুর বধের জন্য দেবী দুর্গার আবির্ভাব ঘটে।
কিন্তু পঞ্জিকার হিসেব অনুযায়ী এবছর আশ্বিন মাস ‘মল মাস’, মানে অশুভ মাস। সে কারণে ১৭ সেপ্টেম্বর মহালয়া হলেও দেবীর পূজা হয়েছে এবার কার্তিক মাসে। বৃহস্পতিবার বিকালে নবরাত্রির ষষ্ঠ দিনে দূর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর সপ্তমী, অষ্টমী ও নবমী পেরিয়ে সোমবার সকালে বিজয়া দশমীর ‘বিহিত পূজায়’ ষোড়শপ্রচার পূজার পাশাপাশি দেবী প্রতিমার হাতে জরা, পান, শাপলা ডালা দিয়ে আরাধনা করা হয়।
মহামারীর মধ্যে প্রশাসনের নির্দেশনায় আবির বা রংয়ের খেলা নিষেধ থাকলেও কোনো কোনো মণ্ডপে অনেকেই আবির খেলায় মেতে ওঠেন।
এবার সপ্তমী শুক্রবার হওয়ায় হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী দুর্গা এবার এসেছিলেন দোলায় চেপে। আর সোমবার দশমীতে দেবালয়ে ফিরেছেন হাতির পিঠে চড়ে।
এনএফ/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।