শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করার তাগিদ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:৫৪

শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করার তাগিদ প্রধানমন্ত্রীর

বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থার আরও আধুনিকায়ন এবং শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ সেপ্টেম্বর) গণভবনে ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা’র খসড়া উপস্থাপনা দেখার পর তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী এসময় বলেন, “আমরা মনে করি বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, আমাদেরকে এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সেজন্য শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করা একান্তভাবে অপরিহার্য।"

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমাদের যে নীতিমালা আছে, তার ভিত্তিতে আমরা করব। কিন্তু এটা সব সময় সবার সঙ্গে তাল মিলিয়ে এবং বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।”

শেখ হাসিনা আরও বলেন, “এই বিজ্ঞান প্রযুক্তি জ্ঞানের ক্ষেত্রে যখন বিশ্ব এগিয়ে যায়, আমরা কোনোমতেই পিছিয়ে থাকতে পারি না। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছিলাম, আমাদের দেশের ছেলেমেয়েদের বিজ্ঞানের প্রতি অনীহা। বিজ্ঞান শিক্ষা তারা নিতেই চাইত না। বিজ্ঞান বিভাগের লোকই পাওয়া যেত না। এ রকম একটা সময় কিন্তু ছিল। আমরা বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দেই। আমরা ১২টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি।”

করোনাভাইরাস মহামারীর মধ্যে শিক্ষা কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “গতকাল থেকে আমরা স্কুল-কলেজ খুলে দিয়েছি, ধীরে ধীরে সবগুলো খুলে যাবে। যার ফলে আবার নতুনভাবে শিক্ষা কার্যক্রম শুরু হবে।"

অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথাও বলেন প্রধানমন্ত্রী।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top