বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি, অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫, ১১:৫০

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানী ঢাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন। থাইল্যান্ড থেকে দেশে ফেরার ছয় ঘণ্টার মধ্যে, মঙ্গলবার রাত ১২টার দিকে গুলশানের বাসায় অসুস্থ বোধ করলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেএম জাহিদ হোসেন জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা স্টেবল এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

মির্জা ফখরুলকে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে, চোখের ফলোআপ চিকিৎসা শেষে তিনি মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকা ফেরেন। স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে ছিলেন।

ঢাকায় নেমে প্রথমে গুলশানের বাসায় যান মহাসচিব, এরপর দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেন। বৈঠক রাত ১১টা পর্যন্ত চলার পর বাসায় ফিরে অসুস্থবোধ করেন এবং হাসপাতালে নেওয়া হয়।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top