রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০, ১৩:২৪

নিজস্ব প্রতিবেদক:

মুজিববর্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের রাজনৈতিক, দর্শনসহ কর্মজীবনের ওপর আলোচনার জন্য প্রস্তাব তুলবেন কন্যা সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ‌্যার পর সংসদে এই প্রস্তাব তুলবেন প্রধানমন্ত্রী। সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধির আওতায় তিনি এ প্রস্তাব আনবেন। এর আগে সংসদে বঙ্গবন্ধুর কর্মজীবনের ওপর ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার পর অধিবেশন কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হবে। এরপর অধিবেশন শুরু হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাধারণ প্রস্তাব তুলবেন।

সোমবার বিশেষ অধিবেশনের কার্যক্রম শুরু হবে সন্ধ্যা ৬টায়। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করবেন। এরপর নিয়ম অনুযায়ী জাতীয় সংগীত প্রচার হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ১৪৭ বিধির সাধারণ প্রস্তাবে যে বিষয়টি তুলে ধরবেন তা হলো— ১৯২০ সালের ১৭ ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, অবিসংবাদিত মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অর্জনে তিনি সারা জীবন সংগ্রাম করেছেন। জেল-জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। কিন্তু অন্যায়ের সাথে কখনও আপস করেননি। ১৯৪৭-৪৮ থেকে ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৫৪-এর যুক্তফ্রন্ট গঠন, ১৯৬৬-এর ছয় দফা, ১৯৬৮-এর আগরতলা ষড়যন্ত্র মামলা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০-এর নির্বাচন—দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম ও আন্দোলনের পথ ধরে ১৯৭১-এর রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত হয়েছে স্বাধীনতা।

২০২০ সালে জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক এবং কর্মজীবন ও দর্শনের ওপর জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হউক।

এনএফ৭১/জেএস/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top