বুধবার, ২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

জুলাই সনদ আদায় করে ছাড়ব: নাহিদ ইসলাম

Nasir Uddin | প্রকাশিত: ১ জুলাই ২০২৫, ১৬:১৫

ছবি: সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অনড় থাকবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা সহ্য করা হবে না। মঙ্গলবার (১ জুলাই) গণঅভ্যুত্থানপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবি ছিল এনসিপির। সেই তিনটি দাবি আবু সাঈদের কবর জিয়ারত করে আবারো পুনর্ব্যক্ত করছি। একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে।”

জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই, সরকার বা কেউ যদি মনে করে থাকে, হাজারও মানুষ যারা রাজপথে নেমে এসেছিলো তারা ঘরে ফিরে গেছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা এখান থেকে ঘোষণা করছি, বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আবারো বাংলার তরুণ, শ্রমিক জনতাকে রাজপথে নেমে আসার আহ্বান জানাবো।”

তিনি বলেন, “আগামী ৩ আগস্ট বাংলাদেশের জনগণ, ছাত্র-শ্রমিকদের সাথে নিয়ে ঢাকায় ঢুকবো। আমাদের যে জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ আদায় করে ছাড়বো।” এর আগে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

এসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানপূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শাহাদত বরণ করা আবু সাঈদের কবর জিয়ারতের মধ্যদিয়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়।

কবর জিয়ারত শেষে এনসিপি নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের মা-বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। এসময় আবু সাঈদের মা মনোয়ারা বেগম মাথায় হাত বুলিয়ে জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলামকে দোয়া করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top