খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য শত নাগরিকের স্বাক্ষরিত বিবৃতি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১, ০২:৪৬
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে অনুরোধ করেছেন ১০০ নাগরিক। শত নাগরিকের পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেন প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, প্রফেসর ড. এস এম এ ফায়েজ, প্রফেসর ড. মাহবুব উল্লাহ, প্রফেসর জেড এন তাহমিদা বেগমসহ প্রমুখ।
মঙ্গলবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার অবস্থা এখন সংকটাপন্ন। এ অবস্থায় সরকারের কাছে সনির্বন্ধ অনুরোধ, সকল প্রকার প্রতিহিংসাপরায়ণতা, সংকীর্ণ দল ও ব্যক্তিস্বার্থ পরিহার করে, সম্পূর্ণ মানবিক কারণে জনগণের এই প্রিয় নেত্রীকে যত দ্রুত সম্ভব, অত্যাধুনিক চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিন।’
বিবৃতিতে আশঙ্কা করা হয়, ‘এ ক্ষেত্রে যেকোনো ধরনের বিলম্ব ও অজুহাত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। যা কারও জন্য ভালো বার্তা বহন করবে না। আমরা প্রত্যাশা করি সরকারের মধ্যে কল্যাণ ও মঙ্গলবোধ জেগে উঠবে। তারা সত্যিকারের দায়িত্বশীলতার সঙ্গে শুভচেতনার পরিচয় দিয়ে সাবেক এ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রার ব্যবস্থা করবে।’
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।