পদত্যাগের গুজবে যা বললেন গভর্নর ড. আহসান এইচ মনসুর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১৯:২৭
নিজের ছুটি বা পদত্যাগের গুজব সরাসরি নাকচ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, “আমি কোনো ছুটির দরখাস্ত দিইনি, ছুটি মঞ্জুর হয়নি, ছুটির কোনো ইচ্ছাও নেই। আমি প্রতিদিন রাত ১০টার আগে বাসায় যেতে পারি না। ছুটি নেওয়ার সময় কোথায়?”
গভর্নর অভিযোগ করেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের ঈর্ষান্বিত কিছু মহল পরিকল্পিত গুজব ছড়াচ্ছে। তিনি বলেন, “আমরা গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করি। প্রতিবাদের অধিকার সবার আছে। কিন্তু কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই যে গ্রাহকরা সন্তুষ্ট। গত এক বছরে বাংলাদেশ ব্যাংকে যে সংস্কার করা হয়েছে, তা গত ১৪-১৫ বছরে হয়নি।”
এছাড়া, তিনি জানান যে ব্যাংকের শাখা অনুমোদন, ভাড়া বা স্কয়ার ফিট নিয়ে সরকার হস্তক্ষেপ করছে না। সরকারের কাজ মূলত ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের উন্নয়ন।
গভর্নর সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফা বিতরণের বিষয়ে বলেন, কিছু আমানতকারী দুই বছরের জন্য মাত্র ৪ শতাংশ মুনাফা পেয়েছেন, তবে পূর্বের বছরগুলোতে তারা ১২–১৩ শতাংশ পর্যন্ত মুনাফা পেয়েছেন। সামনের দিনগুলোতেও তারা ৯.৫ শতাংশ মুনাফা পাবেন। তিনি আরও বলেন, সরকার ব্যাংককে স্বাভাবিকের চেয়ে বেশি সহায়তা করেছে এবং এজন্য আমানতকারীদের সরকারের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।
চট্টগ্রাম অঞ্চলের কিছু শাখায় বিশৃঙ্খলা ও ভিডিও ধারণের অভিযোগ প্রসঙ্গে গভর্নর বলেন, বিষয়টি নজরে রয়েছে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে। তিনি এই অপতৎপরতাকেই সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন নির্ধারিত সময়ে না হওয়ার মূল কারণ হিসেবে উল্লেখ করেন।
ইসলামী ব্যাংকিংয়ে মুনাফা বিতরণের এএওআইএফআই (AUFI) স্ট্যান্ডার্ডের প্রসঙ্গে গভর্নর বলেন, এটি কোনো নতুন স্ট্যান্ডার্ড নির্ধারণের বিষয় নয়, এটি একটি চলমান ব্যাংকের সমস্যা সমাধানের বিষয়।
তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, “গুজবে কান দেবেন না। নিজে ব্যাংকে গিয়ে দেখুন, শুনুন, বুঝুন। কারও টাকার তছরুপ হবে না।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।