রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ১০:২৪

নিজস্ব প্রতিবেদক:

মহামারী না হয়েও আতঙ্কময় এক রোগের নাম ডায়াবেটিস। যে রোগে একবার আক্রান্ত হলে মৃত্যুর আগ পর্যন্ত বয়ে বেড়াতে হয়।

আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সারা পৃথিবীতে এ রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়, বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। এ দিন বিজ্ঞানী ফ্রেডরিক বেনটিং জন্ম নিয়েছিলেন এবং তিনি বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে একত্রে ইনসুলিন আবিষ্কার করেছিলেন।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ডায়াবেটিস-সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই’।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচি ও আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হবে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২০’।

এবারের কর্মসূচির মধ্যে রয়েছে ফ্রী ডায়াবেটিস নির্ণয়, সচেতনতামূলক পোস্টার, লিফলেট বিতরণ, প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি, চিত্রাংকন প্রতিযোগিতা, চিকিৎসক-রোগীদের আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব, হ্রাসকৃত মূল্যে নিবন্ধন, চিকিৎসা পরামর্শ ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top