বই উৎসব নিয়ে কাটছে না অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ০০:২৫

বই উৎসব নিয়ে কাটছে না অনিশ্চয়তা

পয়লা জানুয়ারি শুরু হবে শিক্ষাবর্ষ ২০২২। এক যুগ ধরে এদিন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিচ্ছে সরকার। কিন্তু মাত্র ১১ দিন বাকি থাকলেও সরকারি হিসাবেই এখন পর্যন্ত ছাপানো বাকি ৭ কোটি বই। এর মধ্যে মাধ্যমিকের ৫ কোটি ৭২ লাখ, আর প্রাথমিকের ১ কোটি ৩০ লাখ।

তবে মুদ্রণসংশ্লিষ্টরা বলছেন, বই ছাপা না হওয়ার প্রকৃত সংখ্যা আরও বেশি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) হিসাব অনুযায়ী, প্রাথমিকে ৮ কোটি ৬৭ লাখ ৫৯ হাজার আর মাধ্যমিকে প্রায় ১৯ কোটি ছাপা হলেও তা সরবরাহে লেগে যেতে পারে আরও কয়েকদিন। কেননা বই মুদ্রণের পর তা বাঁধাই, কাটিংসহ আরও কিছু পর্যায় বাকি থাকে। এরপর তা বিভিন্ন উপজেলায় পাঠানো হয়।

যদিও এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলছেন, প্রায় প্রতিবছরই বই ছাপানোয় সংকটের কথা বলা হয়। কিন্তু শেষ পর্যন্ত শিক্ষার্থীরা তা পেয়ে যায়। এবারও এর ব্যত্যয় হবে না। কাজ শেষ করার বিভিন্ন কৌশল নেওয়া হয়েছে। ২৫ ডিসেম্বরের মধ্যে যে কোনো মূল্যে শেষ করা হবে কাজ।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: বই উৎসব


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top