শেখ মুজিব শোকপোস্ট: তারকাদের অর্থদানের দাবি ভুয়া
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫, ১৪:২৬

১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন অনেক তারকা।
তাদের মধ্যে ছিলেন শাকিব খান, জয়া আহসান, পিয়া জান্নাতুল ও ইরফান সাজ্জাদসহ শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ। কিন্তু এরপর ছড়িয়ে পড়ে গুজব—অর্থের বিনিময়ে নাকি এসব পোস্ট দিয়েছেন তারকারা!
সামাজিক মাধ্যমে একটি কথিত ব্যাংক স্টেটমেন্ট ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়— অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার অ্যাকাউন্ট থেকে নয়জন তারকাকে ২০ হাজার টাকা করে পাঠিয়েছেন। তবে ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ বলছে—এই স্টেটমেন্ট সম্পূর্ণ ভুয়া।
তাদের প্রতিবেদনে বলা হয়, স্টেটমেন্টে দেখানো ১৩ ডিজিটের কথিত অ্যাকাউন্ট নম্বরের অস্তিত্বই নেই। ব্যাংকের আসল স্টেটমেন্টে কখনো বেনিফিশিয়ারির নাম বা অ্যাকাউন্ট নম্বর থাকে না, অথচ ভুয়া কপিতে সেগুলো উল্লেখ করা হয়েছে। অনলাইনে পাওয়া ভুয়া টেমপ্লেট ব্যবহার করে এই কপি বানানো হয়েছে— এমন প্রমাণও মিলেছে।
অতএব, শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য তারকাদের টাকা দেওয়ার যে দাবি ছড়িয়েছে— তা আসলে একটি গুজব, আর ব্যাংক স্টেটমেন্টের ছবিটিও ভুয়া।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।