শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ট্রেনে বসছে বায়ো-টয়লেট

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ১৫:০৩

নিজস্ব প্রতিবেদক:

অর্থ সাশ্রয় ও পরিবেশ দূষণ বাঁচাতে ট্রেনে বায়ো টয়লেট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বাংলাদেশ রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই-খুদা বলেন, সনাতন পদ্ধতিতে ট্রেনের মানববর্জ্য ফেলার কারণে নষ্ট হচ্ছে রেলপথ। রেলের ক্লিপ মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। বিপর্যয় হচ্ছে পরিবেশ এবং আর্থিক ভাবেও ক্ষতিগ্রস্থ হচ্ছে।

তিনি বলেন, ২০১৫ সালে ৯৭৬ কোটি টাকা ব্যয়ে ভারতের রেল কোচ সরবরাহকারী কোম্পানি রাইটস লিমিটেড থেকে আমদানী করা হয়েছে ১২০টি কোচ। তবে কোচগুলোতে নেই বায়ো-টয়লেট। প্রতিটা কোচের নিচে দামি দামি যন্ত্রাংশ থাকে যা মানববর্জ্য ফেলার কারণে নষ্ট হচ্ছে। তাই বায়ো-টয়লেট সংযুক্ত করে উন্নত দেশের মতো আধুনিক সেবা দেওয়া হবে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ প্রকল্পের আওতায় এমন উদ্যোগ নেওয়া হবে।

বায়ো-টয়লেট স্থাপনের প্রধান সুবিধা হলো, বর্জ্য ব্যবস্থাপনা। বিভিন্ন ব্যাকটেরিয়ার ব্যবহারের মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ে বর্জ্য পরিষ্কার করা যাবে, যা স্বয়ংক্রিভাবে সম্পন্ন হবে। এর ফলে কমে আসবে পরিবেশ দূষণের মাত্রা।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top