পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত
Nasir Uddin | প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ১৬:২৫
 
                                        পাকিস্তানি তালেবানদের দাবি করা আত্মঘাতী হামলায় ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছে। এ ছাড়াও আহত হয়েছে বেসামরিক নাগরিকসহ ২৯ জন। আহত চার সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (২৮ জুন) এই হামলা হয়। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বারাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, একজন আত্মঘাতী বোমারু বিস্ফোরক ভর্তি গাড়িটি একটি সামরিক কনভয়ের সঙ্গে ধাক্কা দেয়। বিস্ফোরণে ১৩ জন সেনা নিহত, ১০ জন সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক লোক আহত হয়।
এ ছাড়াও বিস্ফোরণে দুটি বাড়ির ছাদও ধসে পড়ে ছয়জন শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার একজন পুলিশ কর্মকর্তা।
এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠীর একটি শাখা। মূলত, ২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।
ইসলামাবাদ অভিযোগ করেছে যে, তার পশ্চিমা প্রতিবেশী দেশটি পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য তাদের মাটি ব্যবহার করতে দিচ্ছে। তবে এই দাবি অস্বীকার করেছে তালেবানরা।
এএফপির পরিসংখ্যান অনুসারে, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সরকারের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠীগুলির হামলায় বছরের শুরু থেকে প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা কর্মকর্তা।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।