অধিকাংশ কারখানায় এখনও দেয়া হয়নি বোনাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ০৫:৪৫

অধিকাংশ কারখানায় এখনও দেয়া হয়নি বোনাস

সারাদেশে গার্মেন্টসসহ মোট শিল্প-কারখানা রয়েছে ৯ হাজার ১৭৬টি। এর মধ্যে সোমবার (২৫ এপ্রিল) পর্যন্ত ঈদ বোনাস পরিশোধ করেছে ৩ হাজার ১৫১টি কারখানা। শতকার হিসেবে বোনাস পরিশোধের হার ৩৪ দশমিক ৩৪ শতাংশ।

বাকি ৬ হাজারেরও বেশি কারখানা তাদের শ্রমিকদের বেতন ও বোনাস এখনও পরিশোধ করেনি যা শতাংশের হিসেবে প্রায় ৬৬ শতাংশ। তবে শিল্প পুলিশ বলছে, কোনো সমস্যা ছাড়াই যেন সব কারখানায় বেতন-বোনাস হয় সেজন্য তারা তদারকি করছে। তাই শিল্প পুলিশ আশা করছে বাকি কারখানাগুলোও শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করবে।

ঢাকাসহ দেশের আট অঞ্চলে মোট শিল্প কারখানার মধ্যে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সদস্যভুক্ত কারখানা এক হাজার ৬১৫টি এবং নিটওয়্যার কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএ’র সদস্যভুক্ত কারখানার সংখ্যা ৬৮৫টি।

এছাড়া বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) কারখানা রয়েছে ৩৩৮টি, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) আওতাভুক্ত কারখানা ৩৪৮টি। পাশাপাশি দেশে পাটকল রয়েছে ৮৩টি, চামড়াজাত পণ্য, আসবাব, সেলফোন সংযোজন, ওষুধ পণ্যসহ অন্যান্য খাতে রয়েছে ৬ হাজার ১০৭টি শিল্প কারখানা।

এ নিয়ে শিল্প পুলিশের উর্দ্ধতন এক কর্মকর্তা বলেন, সোমবার বেশিরভাগ কারখানা মালিক তাদের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করেনি। কোনো ধরনের সমস্যা ছাড়াই যেন শ্রমিকরা বেতন-বোনাস পান, এজন্য কঠোর নজরদারি রয়েছে। আশা করা যায় ছুটির আগে শ্রমিকের বেতন-বোনাস হবে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top