মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ মে ২০২২, ২৩:৩৫

মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া নতুন মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের প্রতিটি বন্দরে সতর্ক অবস্থা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক রোবেদ আমিন।

এই নতুন ভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, এয়ারপোর্ট, ল্যান্ড পোর্টসহ সব পোস্টগুলোকে আমরা সতর্ক থাকতে বলা হয়েছে। এসব বন্দর দিয়ে সন্দেহভাজন কেউ প্রবেশ করলে তাকে চিহ্নিত করার পাশাপাশি অতিদ্রুত তাকে সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি বলেন, নতুন এ ভাইরাস মাঙ্কিপক্স নিয়ে আমাদের বিশেষ আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা ভাইরাসটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এই ভাইরাস সম্পর্কে সারাবিশ্ব থেকেই তথ্য-উপাত্ত নিচ্ছি এবং প্রয়োজন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার তা নিচ্ছি।

জেলা পর্যায়ে সিভিল সার্জনদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর যখন কোনো নির্দেশনা জারি করে, তখন সেটি সিভিল সার্জন থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগের সব পর্যায়েই চলে যায়। যেসব জেলায় ল্যান্ড পোর্ট আছে সেগুলোতে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। কারণ, ভাইরাসটি তো মূলত বন্দর দিয়ে আসে, তাই সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top