ঢাকা ওয়াসা কর্মীদের ‘উৎসাহ বোনাসে’ নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২২, ২১:১৬
ঢাকা ওয়াসায় কর্মরতদের ২০২০-২১ অর্থবছরে মূল বেতনের সমপরিমাণ অর্থে সাড়ে তিনটি পারফরম্যান্স বোনাস প্রণোদনা হিসেবে দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
এর আগে, গত ২৫ জানুয়ারি ২৮৬তম সভায় কর্মীদের একটি মূল বেতনের অর্ধেক অন্তর্বর্তীকালীন ও গত ২৭ এপ্রিল ঢাকা ওয়াসা বোর্ডের ২৯১তম সভায় ‘উৎসাহ বোনাস’ দেওয়ার সিদ্ধান্ত হয়। যেখানে বলা হয় ২০২০-২১ অর্থবছরের ঢাকা ওয়াসার স্থায়ী, চুক্তিভিত্তিক ও প্রেষণে নিয়োজিত কর্মরতদের এক বছরের মূল বেতনের তিন গুণ সমপরিমাণ অর্থ বোনাস দেওয়া হবে।
এ ছাড়া গত ৩১ জুলাই ঢাকা ওয়াসার এই উৎসাহ বোনাস দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন। রিটে ‘উৎসাহ বোনাসে’ প্রণোদনা দেওয়ার কার্যক্রম বাতিলের নির্দেশনা চাওয়া হয়।
রিটে বলা হয়, ঢাকা ওয়াসা ভোক্তাদের কাছে অতিরিক্ত দামে পানি বিক্রি করে সেই টাকায় বিশেষ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা জনস্বার্থবিরোধী।
বিষয়: ঢাকা ওয়াসা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।