১৭ অক্টোবর ৬১ জেলা পরিষদে নির্বাচন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২২, ০৬:১৬
১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সব জেলা পরিষদে ভোট নেওয়া হবে ইভিএমে। মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের এ তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।
সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে প্রধান বিরোধীদল জাতীয় পার্টি এই উপনির্বাচনটি ব্যালটে নেওয়ার দাবি জানিয়েছে। ইভিএমে হলে তারা ভোটে অংশ নেবে না বলেও ইসিকে তাদের অবস্থান জানিয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রসাশকরা এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
বিষয়: জেলা পরিষদে নির্বাচন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।