পেট্রোল পাম্প মালিকদের ১৪ দিনের আলটিমেটাম

রায়হান রাজীব | প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২২, ০৫:১২

বিপিসি চেয়ারম্যান এ বি এম আজাদ

জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি। ডিজেলের আমদানি শুল্ক কমানোর প্রভাব বুঝতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ।

সোমবার (২৯ আগস্ট) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিপিসির চেয়ারম্যান বলেন, পেট্রোল পাম্প মালিকদের দাবির বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হবে। কোনো অনিয়ম হলে পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

এর আগে পেট্রোল পাম্প মালিকদের সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে বিপিসি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন সংগঠনটির সভাপতি নাজমুল হক।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউশন, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন চেয়ারম্যান এ বি এম আজাদের আশ্বাসে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হলো। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ফের ধর্মঘট পালন করা হবে।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top