ভারী গুলি বর্ষণের শব্দে সীমান্তে দেখা দিয়েছে আতঙ্ক
ঘুমধুম-তুমব্রু সীমান্তে ফের গোলাগুলি
রায়হান রাজীব | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৬
দুদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তে ফের মিয়ানমারে গোলাগুলি চলছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল আটটা দিকে থেমে থেমে চালানো ভারী গুলি বর্ষণের শব্দে সীমান্তে বসবাসকারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। তুমব্রু সীমান্তের বসবাসকারী স্থানীয় বাসিন্দা মাহামুদুল হক জানান, দুই দিন বন্ধ থাকার পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আবারো সকাল থেকে ভারী গুলি বর্ষণ হচ্ছে। গুলির বিকট শব্দে এখানকার মানুষজন ভয়ভীতির মধ্যে রয়েছে। তবে আকাশে এখন পর্যন্ত মিয়ানমারের হেলিকপ্টার ও যুদ্ধবিমান উড়তে দেখা যায়নি।
গোলাগুলির বাস্তব অবস্থা বর্ণনা করে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, সীমান্তে দুদিন গোলাগুলি বন্ধ থাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরেছিল। কিন্তু হঠাৎ করে সকাল থেকে আবারো গোলাগুলি হওয়ায় ফের ভয়ের মধ্যে আছেন সীমান্তের লোকজন। কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম তারিক বলেন, সীমান্তে আবারও গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। তবে ভয়ভীতির কোনো কারণ নেই। সীমান্তে সর্তক অবস্থানে রয়েছি আমরা।
এরআগে, ২৮ আগস্ট বিকেল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষজ্ঞ দল সেগুলো নিষ্ক্রিয় করেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।