দুর্ভিক্ষ রুখতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান

খাদ্যপণ্য উৎপাদনে যুবকদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রায়হান রাজীব | প্রকাশিত: ২ নভেম্বর ২০২২, ০৩:৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশে অর্থনৈতিক মন্দা বিরাজমান। সেই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হলে আমাদের প্রতি ইঞ্চি জমিতে যেমন আবাদ করতে হবে, তাছাড়া খাদ্যপণ্য উৎপাদন-প্রক্রিয়াজাত করার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। যুব সমাজকে আহ্বান করবো, তারা যেন আরও উদ্যোগ নেয়।

বঙ্গবন্ধু বলেন, এই চিন্তাটা আমাদের যুবকদের সব সময় থাকতে হবে যে, আমরা বিজয়ী জাতি। বিজয়ী জাতি হিসেবে, বিজয়ীর বেশে বিশ্বে আমাদের অবস্থা করে নেব। সেই চেতনা নিয়ে চলতে অবশ্যই বাংলাদেশকে আর কেউ পিছিয়ে রাখতে পারবে না। জাতির পিতার ভাষায়, দাবায়া রাখতে পারবে না।

তিনি বলেন, খাদ্যপণ্য উৎপাদন-প্রক্রিয়াজাতে আমরা যেমন দেশের চাহিদা মেটাতে পারবো, আবার অনেক দুর্ভিক্ষপীড়িত দেশকে আমরা সহযোগিতাও করতে পারবো। যুবকদের সামাজিক মর্যাদা বৃদ্ধির দিকেই আমাদের দৃষ্টি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সব থেকে বড় শক্তি হলো যুব সমাজ। আজকে পৃথিবীর অনেক দেশ বয়ঃবৃদ্ধের দেশ হয়ে গেছে। এখনো বাংলাদেশে আমাদের কর্মক্ষম যুবক শ্রেণি রয়ে গেছে এটা আমাদের বিরাট শক্তি। এই শক্তিটাই আমাদের যথাযথভাবে কাজে লাগাতে হবে।

সরকার প্রধান বলেন, একটি প্রশিক্ষিত যুব শ্রেণি গড়ে তোলা একান্তভাবে অপরিহার্য। আমাদের দেশে কত প্রশিক্ষিত যুব শ্রেণি রয়েছে তার একটি ডেটাবেজ তৈরি করার পদক্ষেপ চলছে। সেটা হলে আমরা জানতে পারবো কর্মসংস্থান কাদের হয়েছে আর কাদের হয়নি। সেভাবে যারা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না, তারাও যাতে কর্মসংস্থানের সুযোগ পায় সেই ব্যবস্থাটাও আমরা নিতে চাই।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top