আ'লীগের ২২তম জাতীয় সম্মেলন

ওবায়দুল কাদেরের হ্যাটট্রিক নাকি নতুন সাধারণ সম্পাদক

রায়হান রাজীব | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ০২:১৩

আ'লীগের ২২তম জাতীয় সম্মেলন

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন চলছে। সোহরাওয়ার্দী উদ্যানে দলটির নির্বাচনী প্রতীক নৌকা ও পদ্মাসেতুর আদলে নির্মিত মঞ্চে শুরু হয়েছে সম্মেলন।

১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এখনও তার বিকল্প তৈরি হয়নি বলে মনে করেন দলটির নেতাকর্মীরা। তাই অনেকেই মনে করছেন, আবারও সভাপতির দায়িত্বে থাকছেন তিনি। শেখ হাসিনা অবসরের ইচ্ছা প্রকাশ করলেও দলের নেতাকর্মীরা এটি মানতে নারাজ।

তবে সাধারণ সম্পাদক পদ নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলছে। চলছে চুলচেরা বিশ্নেষণ। জনমনেও দেখা দিয়েছে নানা প্রশ্ন। ফলে সবার চোখ এখন দলটির দ্বিতীয় শীর্ষ পদটির দিকেই।

দলীয় সূত্র বলছে, সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের ছাড়াও বেশ কয়েকজনের নাম আলোচনায় এসেছে। তারা হলেন- সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, কাজী জাফর উল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। যদিও দলের গুরুত্বপূর্ণ এ পদ নিয়ে দলের সভাপতি শেখ হাসিনার সিদ্বান্তই চূড়ান্ত।

আরও পড়ুন: আ.লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনেকেই বলছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তাই আবারও ওবায়দুল কাদেরই থাকছেন। যদি এটি সত্য হয়, তবে দলটির ৭৩ বছরের রেকর্ড ভেঙে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হবেন তিনি।

বিগত দুটি জাতীয় নির্বাচনের পটভূমিতে দেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর সংশয় ও তাদের আন্দোলন, বৈশ্বিক কারণে অর্থনৈতিক সংকট এবং হত্যা-খুনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারবহির্ভূত হত্যা, ব্যাংকিং খাতের সমস্যা, সরকারি দলসংশ্নিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।

নতুন নেতৃত্ব এসবের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে দেশে সত্যিকারের সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগী হবে- এমন আকাঙ্ক্ষা দেশবাসীর।

তাই, এ সম্মেলনের মধ্য দিয়ে আগামী নির্বাচন সামনে রেখে দলকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন শেখ হাসিনা। এরই মধ্যে তিনি দলের সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর পাশাপাশি তৃণমূল সম্মেলনের মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বচ্ছ ইমেজের নতুন নেতৃত্ব গড়ে তুলেছেন। সর্বত্র  নিয়েছেন গতি আনার উদ্যোগ।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top