প্রথমবারের মতো ঢাবিতে চালু হচ্ছে ট্রান্সজেন্ডার কোটা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৩, ০৪:৫৫

ঢাবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির ক্ষেত্রে প্রথমবারের মতো যুক্ত হলো ট্রান্সজেন্ডার/হিজড়া কোটা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত হয় বলে কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সভা সূত্রে জানা যায়, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের চেয়ারপারসন তাওহিদা জাহান এ কোটা যুক্ত করার প্রস্তাব তোলেন। পরে উপাচার্যের সম্মতিক্রমে সিদ্ধান্তটি গৃহীত হয়।

আরও পড়ুন: বিশ্ব ইজতেমা শুরু কাল, যানজটে ভোগান্তি

তাওহিদা জাহান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট ভর্তি পরীক্ষায় কোটা হিসেবে ট্রান্সজেন্ডার/হিজড়া কোটা যুক্ত করার সিদ্ধান্ত একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ট্রান্সজেন্ডার ও হিজড়া সম্প্রদায়ের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হবে। আমার বিশ্বাস, এর ফলে সমাজেও একটি ইতিবাচক পরিবর্তন সূচিত হবে।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমরা বিশেষ সুবিধা দেওয়ার জন্য আমরা এই প্রথম ট্রান্সজেন্ডার কোটা অন্তর্ভুক্তি করেছি। অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের জন্য এবং সুবিধাবঞ্চিত সব মানুষকে সুযোগ করে দেওয়া জরুরি। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top