বাংলাদেশের মানবিক ত্রাণ সিরিয়ায় পৌঁছেছে

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৫৩

বাংলাদেশের মানবিক ত্রাণ সিরিয়ায় পৌঁছেছে

বাংলাদেশের মানবিক ত্রাণ সহায়তা প্যাকেজ শনিবার বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমান সি-১৩০জে সিরিয়ার দামেস্কে পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এই সহায়তা প্যাকেজ সিরিয়ার উদ্দেশ্যে পৌঁছায়।

আরও পড়ুন: ভূমিকম্পে ভবন ধসের ঘটনায় ১১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রবিবার (১২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরিয়ায় বাংলাদেশের অনাবাসি রাষ্ট্রদূত নাহিদা সোবহান ও সিরিয়ার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এনভায়রনমেন্টের ডেপুটি মিনিস্টার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে এই ত্রাণ সহায়তা গ্রহণ করেছেন। প্যাকেজটিতে শুকনো খাবার, ওষুধ, কম্বল, তাবু ও শীতবস্ত্র রয়েছে।সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ ও যথাযথ সমন্বয়ের জন্য ত্রাণ সামগ্রীগুলো আন্তর্জাতিক কমিটি অব রেডক্রস (আইসিআরসি)’র কাছে হস্তান্তর করা হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top