মেয়র’স কাপের লগো ও ট্রফি উন্মোচন করলেন সৌরভ গাঙ্গুলি

রাজিউর রাহমান | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:০০

সৌরভ গাঙ্গুলি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত মেয়র'স কাপ সিজন-৩ এর লোগো ও ট্রফি উন্মোচন করা হয়েছে। ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই'র সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি মেয়র কাপের উদ্বোধন করেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে লগো ও ট্রফি উন্মোচন করেন তিনি।

অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলীকে অভিনন্দন জানিয়ে মেয়র আতিক বলেন, আমি যখন আমাদের অনুষ্ঠানের বিষয়টি সৌরভ গাঙ্গুলিকে বলি, তখন তিনি বলেন আমি আসবো কিন্তু একটি টাকাও পারিশ্রমিক নিবো না। তিনি বলেন, মাদক মুক্ত সমাজ গড়ার জন্য সৌরভ গাঙ্গুলি এখানে আসায় আমরা খুবই আনন্দিত।

বাংলাদেশের প্রতি ভালোবাসা জানিয়ে অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি বলেন, আমি বাংলাদেশে প্রথম আসি ১৯৮৯ সালে এশিয়া কাপ খেলতে। ঢাকায় এসে কখনও আপনাদের ভালোবাসায় কখনও বাংলাদেশ ও ভারতের মধ্যে পার্থক্য মনে হয় না।

তিনি আরও বলেন, আমাদের পশ্চিমবঙ্গ ও কলকাতায়ও ফুটবল, ক্রিকেটে মেয়রস অনুষ্ঠিত হয়ে থাকে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নাই। বাংলাদেশে এসে উন্নয়ন দেখে আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে সব কিছুর সঙ্গে বাংলাদেশ নিজেকে এগিয়ে নিচ্ছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top