ঢাকাকে এক মিনিটও শব্দহীন করা যায়নি
সুজন হাসান | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৩, ২০:১৫
শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে প্রচারণার অংশ হিসেবে রাজধানীর ১১টি গুরুত্বপূর্ণ স্থানে এক মিনিট শব্দহীন করার উদ্যোগ নেওয়া হয়েছে। শব্দ দূষণ রোধে ঢাকা শহরে এক মিনিট শব্দহীন’ কর্মসূচি তথা নিরবতা পালন করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিটে পালন করা হয় এ কর্মসূচি।
ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে, শাহবাগ মোড়, উত্তরা, বিজয় সরণী মোড়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর, গাবতলী, মগবাজার, মহাখালী, গুলশান-১, কমলাপুর, বৌদ্ধ মন্দির এবং যাত্রাবাড়ী চৌরাস্তায় সামনে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে লিফলেট বিলি করেন পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
গুলশানে সাধারণ রাস্তায় যানজটে দাঁড়িয়ে থাকা গাড়ির চালকদের হর্ন না বাজাতে অনুরোধ করছিলেন, দাঁড়িয়ে ছিলেন নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে। স্বেচ্ছাসেবীরা রাস্তা থেকে সরাতে গাড়ি ও বাইক চালকরা উল্টো জোরে জোরে হর্ন বাজাতে দেখা যায়।
মগবাজারে স্কাউট সদস্যরা রাস্তায় যানজটে দাঁড়িয়ে থাকা গাড়ির চালকদের হর্ন না বাজাতে অনুরোধ করছিলেন, দাঁড়িয়ে ছিলেন নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে। কিন্তু ওই স্কাউট সদস্যদের রাস্তা থেকে সরাতে গাড়ি ও বাইক চালকরা উল্টো জোরে জোরে হর্ন বাজাতে থাকলেন। রাগত স্বরে চিৎকার করতে থাকা এক চালকের ভাষ্য ছিল, আপনারা (স্কাউট সদস্য) রাস্তা ফাঁকা করেন, আগে যেতে দেন।
এ কর্মসূচি সফল করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, পরিবহন ও নির্মাণ খাতের সব সমিতি, বিআরটিএ, মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, পুলিশ বিভাগ, স্কাউটসহ সংশ্লিষ্ট সবার সহায়তা গ্রহণ করা হয়।
বিষয়: ঢাকা শব্দহীন শব্দহীন করা যায়নি এক মিনিট পরিবেশ জনসচেতনতা বাড়াতে জনসচেতনতা মূলক র্যালী জনসচেতনতা মূলক প্রচারণা জনসচেতনতা বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।