চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে স্বাভাবিক যান চলাচল
ফারহানা মির্জা | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৩, ১৩:২০
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর চতুর্থ দফায় ডাকা অবরোধের ২৪ ঘণ্টার দ্বিতীয় দিন আজ।
রোববার সকাল ছয়টা থেকে শুরু হওয়া অবরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে দ্বিতীয় দিন আজ সোমবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীতে যান চলাচল তুলনামূলক কম দেখা গেছে। এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে।
অন্যদিকে গাজীপুর-ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকেই গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। তবে দূরপাল্লার যানবাহন কম। এর পরও পুরো দিকে দেখ যাচ্ছে রাস্তায় যান চলাচল স্বাভাবিক।
বিষয়: নির্দলীয় সরকারের বিএনপি অবরোধ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।