শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

মিধিলির পরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম

রায়হান রাজীব | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩, ১৭:৩৩

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মিধিলির কথা মনে আছেতো। গেলো ১৭ নভেম্বর ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতির শক্তি নিয়ে বাংলাদেশে আছড়ে পড়েছিল মিধিলি। সেখানে মারা গিয়েছেন অন্তত ৮ জন। ব্যাপক ক্ষতি হয়েছিলো উপকূল এলাকায়।

ঘূর্ণিঝড়ের দাপটে অনেক গাছপালা বৈদ্যুতিক তারের খুঁটি ভেঙে পড়েছিলো। সেই ধাক্কা কাটতে না কাটতে মিগজাউম নামের আরেকটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। যেটি ছোবল মারতে পারে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূলে।

ভারতীয় আবহাওয়া বিভাগ বলছে, কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল একটি ঘূর্ণাবর্ত। রোববার সেটি অবস্থান করছিল দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ থাইল্যান্ডের উপর। পরে সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। সেই নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ আন্দামান সাগর এবং মালাক্কা প্রণালীর উপর। ক্রমেই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

সাধারণত এপ্রিল থেকে ডিসেম্বর সময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা সাইক্লোন তৈরি হয়। তবে মে মাসে মৌসুমি বৃষ্টি পূর্ববর্তী আবহাওয়া পরিস্থিতি সাইক্লোন সংখ্যা বাড়ানোর অনুকূলে কাজ করে। নভেম্বরে মৌসুমি বৃষ্টি পরবর্তী সময়ের আবহাওয়া পরিস্থিতিও একই ভূমিকা রাখে। 

বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ- আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম দেয়। এ অঞ্চলের ১৩টি দেশের দেয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়। বঙ্গোপসাগরে চতুর্থ এ সাইক্লোনের জন্ম হলে সেটির নাম হবে, মিচাহং তবে উচ্চারণ করতে হবে মিগজাউম। মিয়ানমার এই নাম প্রস্তাব করেছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top