জর্ডানে বাংলাদেশি শ্রমিকদের মানবেতর জীবনযাপন
রায়হান রাজীব | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৮
বাংলাদেশ, ভারতসহ ১২টি দেশের ৮শ‘র বেশি মানুষ। টানা ১৫ দিন ধরে খোলা আকাশের নিচে অবস্থান। চার মাসের বেতন নেই- কারণ কোম্পানী বন্ধ। থাকা খাওয়ার তীব্র কষ্ট, ফলে অনিশ্চিত জীবন।
বলছি, মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের আলতাজুমার আছিল ইউনিভার্সাল গার্মেন্টস এর শ্রমিকদের কথা। যারা নিরাপদ ভবিষ্যত পাবেন বলে মাতৃভুমি ছেড়ে পাড়ি জমান ভিনদেশে। কিন্তু সবার কপালে তো সুখ সয় না।
তাই বিদেশে এসেও কষ্টের সীমা রইলো না তাদের। কন্ট্রাক্ট শেষ, আকামা লেবার কার্ডও নেই প্রায় তিন বছর। ইন্ডিয়ান মালিক নিরুদ্দেশ, কর্তৃপক্ষেরও কোনও হদিস নেই। কারখানা খুলবে কবে তাও কারও জানা নেই।
পুলিশ আর এম্বাসির কাছে গিয়েও মিলেনি কোনও সমাধান। নিপীড়িতের কান্না অভিযোগ কেউ শোনে না বলেই বারবার বিতাড়িত হয়েছেন।
সরকারের কাছে শেষ আবেদন জানিয়েছেন শ্রমিকরা। তারা বলছেন, তাদের আয়ের টাকায় চলে পুরো পরিবার। বকেয়া টাকা পরিশোধ করা হোক এবং দেশের মাটিতে তাদের ফিরিয়ে আনা হোক। এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী শ্রমিকদের।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।