২ মাস ১৩ দিন পর খুলছে বিএনপির নয়া পল্টনের কার্যালয়
শাকিল খান | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৪, ১৩:১৭
টানা আড়াই মাস তালাবদ্ধ থাকার পর আজ বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলবে। বিকাল তিনটায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ৭ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি।
এতে বক্তব্য রাখবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আরও উপস্থিত থাকবেন, স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।
গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পন্ড হওয়ার পর থেকে নয়াপল্টন প্রধান কার্যালয় তালাবদ্ধ অবস্থায় আছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়সহ দেশের অন্যান্য স্থানেও দলটির কার্যালয় বন্ধ ছিল।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।