• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ

রায়হান রাজীব | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৪, ১১:৩৩

ছবি: সংগৃহীত

আজ পর্দা নামছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আট দিনব্যাপী উৎসবের উদ্বোধন হয়েছিল ২০শে জানুয়ারি রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে। এতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আটদিনব্যাপী উৎসবের আজ শেষ দিন।

প্রতিদিনের মতো আজও বিভিন্ন ভেন্যুতে প্রদর্শিত হবে একাধিক সিনেমা। এর মধ্যে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদর্শিত হবে রাশিয়ান পরিচালক অলেগ আসাদুলিনের সিনেমা ‘তুবা আই অবরাটনো’, জাতীয় নৃত্যশালায় মিলনায়তনে ভারতীয় ছবি ‘মম ইন দুবাই’, ইরানি সিনেমা ‘জাপাটা’। জাতীয় জাদুঘর মিলনায়তনে ফিলিপাইনের ছবি ‘ড্রিম টাউন’, বাংলাদেশের সিনেমা জিয়াউল হক রাজুর ‘অন্তহীন পথ’।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল উপমহাদেশের বরেণ্য অভিনেত্রী শর্মিলা ঠাকুর, ইরানি নির্মাতা ও প্রযোজক মাজিদ মাজিদি, ভারতীয় নির্মাতা, অভিনেতা ও সংগীতশিল্পী অঞ্জন দত্তর উপস্থিতি। তারা উৎসবের বিভিন্ন সেশনে অংশগ্রহণ করে দর্শক ও তরুণ নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণের প্রতি উদ্বুদ্ধ করেন।

উদ্বোধনী দিন থেকে শর্মিলা ঠাকুর উপস্থিত থাকলেও উৎসব শেষ হওয়ার আগের দিন গতকাল শনিবার ঢাকায় আসেন মাজিদ মাজিদি। এদিন দুপুরে তিনি অংশ নেন উৎসব আয়োজকদের মাস্টারক্লাসে। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দুই ঘণ্টা চলে এ সেশন। মাস্টারক্লাসে অংশ নিতে দেখা গেছে দেশের সিনেমাপ্রেমী তরুণ-তরুণীসহ বিদেশি অতিথিদেরও।

জানা গেছে, আজ সন্ধ্যায় সমাপনী পর্বেও উপস্থিত থাকবেন মাজিদি। ২০ জানুয়ারি ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছিল চলচ্চিত্র উৎসব।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদোগে আয়োজিত এ উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট আন্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেশনে বাংলাদেশসহ ৭৪টি দেশের মোট ২৫২টি সিনেমা প্রদর্শিত হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, আজ বিকাল ৪টা থেকে সমাপনী অনুষ্ঠান শুরু হবে। এতে সেরা সিনেমার নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top