বেইলি রোডে আগুনে নিহত বেড়ে ৪৬, হস্তান্তর ৪০ মরদেহ
রায়হান রাজীব | প্রকাশিত: ২ মার্চ ২০২৪, ১১:২৭
রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৬ জন।
নিহতদের মধ্যে ৪০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মর্গে রয়েছে ৬টি লাশ। এদের মধ্যে তিন জনের পরিচয় নিশ্চিত হতে পারেনি জেলা প্রশাসন।
মৃতদের মধ্যে দুজনের শরীর পুরো অঙ্গার হয়েছে। ফলে ডিএনএ নমুনা পরীক্ষার পর লাশের দাবিদার স্বজনদের লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া ৭৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
পুলিশ বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ শিশু। তাঁদের মধ্যে ৪৩ জনের পরিচয় শনাক্ত করা গেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।