দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে কট্টরপন্থীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:১৫
বাংলাদেশে দিপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে আবারও বিক্ষোভ করেছে কট্টরপন্থী বেশ কয়েকটি সংগঠন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে হাইকমিশনের বাইরে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও সংবাদমাধ্যমের তথ্যমতে, সকাল থেকেই বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়। তিন স্তরের নিরাপত্তা ব্যারিকেড বসানোর পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ব্যারিকেড ভাঙার চেষ্টার সময় পুলিশ লাঠিচার্জ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সময় কয়েকজনকে আটকও করা হয়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাইকমিশনের সামনে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে বিক্ষোভকারীরা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মুহাম্মদ ইউনূসের কুশপুতুল পোড়ায়।
জানা গেছে, বাংলাদেশে দিপু দাসের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কট্টরপন্থী বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল কলকাতা ও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে একযোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
দিল্লি পুলিশ জানায়, কয়েকজন প্রতিবাদকারী ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে। এক প্রতিবাদকারী বলেন, “আজ আমরা আমাদের কণ্ঠ না তুললে, কাল আমিই দিপু হবো—আপনিও দিপু হবেন।”
অন্য এক বিক্ষোভকারী দাবি করেন, “বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে। এটি রাম ও কৃষ্ণের ভূমি। আমরা কাউকে হত্যা করি না, কিন্তু সেখানে আমাদের বোন ও কন্যারা লাঞ্ছিত হচ্ছে।”
নিরাপত্তা কর্মকর্তারা জানান, বিক্ষোভ ও উত্তেজনার কারণে বাংলাদেশ হাইকমিশনের আশপাশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।