সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বেইলি রোডে অগ্নিকাণ্ডে আহতদের জন্য মেডিকেল বোর্ড গঠন

রায়হান রাজীব | প্রকাশিত: ২ মার্চ ২০২৪, ১৪:৪১

ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীদের জন্য ১৭ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে চিকিৎসকরা। বোর্ডটির প্রধান হিসেবে রয়েছে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার (২ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরিদর্শনে গিয়েতিনি এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দগ্ধ ১১ জন রোগীর মধ্যে সিদ্ধান্ত নিয়েছি, ৬ জনকে ছেড়ে দেবো। আর বাকি যে ৫ জন থাকবেন, তারা কেউ শঙ্কামুক্ত নন। তাদেরকে আমরা আরও পর্যালোচনা করে কয়েক দিন পর সিদ্ধান্ত নেবো কী করা যায়।

এখন পর্যন্ত নিহত ৪৩ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। শনিবার একই পরিবারের ৩ জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top