রোজার আগে লাগামহীন নিত্যপণ্যের বাজার

রায়হান রাজীব | প্রকাশিত: ২ মার্চ ২০২৪, ১৫:২৩

ছবি: সংগৃহীত

সামনে পবিত্র মাহে রমজান। তার আগেই রাজধানীর বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। এতে রোজার আগেই বিপাকে পড়েছেন ক্রেতারা।

কিছুদিন রাজধানীতে গরুর মাংস বিক্রি হয়েছিলো ৬৫০ থেকে ৭০০ টাকা। সেটি বেড়ে দাঁড়িয়েছে আবার ৭৫০ টাকায়। পাশাপাশি ব্রয়লারসহ সোনালি ও দেশি মুরগির দাম আগের চেয়ে বেড়েছে। বাজারে সব ধরনের মাছের দামও বাড়তি যাচ্ছে। শাক-সবজির দামও আকাশচুম্বী।

ভোক্তাদের মতে, অসাধু সিন্ডিকেট নিয়ন্ত্রণে না আনতে পারলে রোজায় আরও অস্থির হয়ে উঠবে নিত্যপণ্যের বাজার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top