ধানমন্ডির গাউছিয়া টুইন পিক ভবনে রাজউকের অভিযান

রায়হান রাজীব | প্রকাশিত: ৪ মার্চ ২০২৪, ১৬:৪৪

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অবৈধ রেস্তোরাঁ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

সোমবার (৪ মার্চ) উচ্ছেদ অভিযানে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে সাত মসজিদ রোডের দৃষ্টিনন্দন স্থাপনা গাউছিয়া টুইন পিক ভবনের রুফটপ রেস্তোরাঁ ভেঙে ফেলা হয়েছে।

এর আগে সোমবার দুপুর ১২টা থেকে রেস্তোরাঁটি ভাঙার কাজ শুরু করে রাজউক। রাজউক বলছে, নিয়ম অনুযায়ী, ভবনটির ছাদ ফাঁকা থাকার কথা ছিল। কিন্তু কোনো ধরনের অনুমতি ছাড়া সেখানে রেস্তোরাঁ গড়ে উঠেছে। তাই এটি ভেঙে ফেলেছে রাজউক।

রাজউক জোন-৩ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অফিসের জন্য অনুমোদিত এই ভবনে অবৈধভাবে চালানো হচ্ছে রেস্টুরেন্ট ও ফুডকোর্ট।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top