বেড়েছে মদের খালি বোতলের বিক্রি
রায়হান রাজীব | প্রকাশিত: ৬ মার্চ ২০২৪, ১৬:১৬
বদলে যাচ্ছে দুনিয়া, বদলাচ্ছে মানুষের চিন্তাভাবনা। আর এর প্রভাব পড়ছে মানুষের রুচিতে। পোশাক থেকে শুরু করে বাহারি রঙের মদের বোতল। কোথায় নেই কারুকাজের আধিপত্য।
আজকাল বাসা কিংবা অফিসের টেবিল। সৌখিনরা রাখছেন মদের বোতল। তবে মদ খেতে নয় বরং মদের বোতলে পানি খান অনেকে।
কাঁচের বোতলে পানি ঠান্ডা থাকে বলেই এর এত চাহিদা। অনেকে আবার তেল ও মধুও রাখেন। টেকসই হয় বলে। তবে গরম পানি দিয়ে কয়েকবার পরিষ্কার করে নিলে আর ভয় থাকে না।
রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে বিক্রি হয় বাহারি ডিজাইনের মদের বোতল। আকারভেদে এসব বোতলের দামও হয় ভিন্ন।
শাস্ত্রে মদ নিষিদ্ধ হলেও মদের বোতলতো আর নিষিদ্ধ নয়। অনেকের এতে রুটি রুজিও হচ্ছে। আবার এসব বোতল কিনে নকশা করে বেশিদামে বিক্রি করছেন উদ্যোক্তারা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।