১১-১৭ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ
রায়হান রাজীব | প্রকাশিত: ৬ মার্চ ২০২৪, ১৯:৫০
চলতি মাসের ১১ তারিখ থেকে শুরু হবে জাটকা সংরক্ষণ সপ্তাহ। যা চলবে ১৭ মার্চ পর্যন্ত। দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় এই সপ্তাহ উদ্যাপন করা হবে।
সচিবালয়ে আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এই ৭ দিন ঢাকা মহানগরীর সকল মাছ ঘাট, আড়ত ও বাজারে জাটকা বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সেই সঙ্গে নিয়মিত অভিযান জুন পর্যন্ত চলবে।
আব্দুর রহমান বলেন, ‘জাটকা নিধনের সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।