টিসিবির পণ্য বিক্রি শুরু

১৫০ টাকায় মিলছে খেজুর, সয়াবিন তেল ১০০ টাকা

রায়হান রাজীব | প্রকাশিত: ৭ মার্চ ২০২৪, ১৪:২৭

ছবি: সংগৃহীত

শ্রমজীবীদের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে থাকে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি)।

মার্চ মাসের মাসিক কর্মসূচি এবং পবিত্র রমজানের বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে টিসিবি। পবিত্র রমজান উপলক্ষে পণ্য তালিকায় সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও চালের সঙ্গে যুক্ত করা হয়েছে খেজুর।

বুধবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top