রমজানের আগে কেজিতে ১০০-১৫০ টাকা বেড়েছে খেজুরের দাম!
রাশেদ রাসেল | প্রকাশিত: ৭ মার্চ ২০২৪, ১৫:৩৬
খেজুর ছাড়া রমজানের ইফতার, এটি কি কল্পনা করা যায়? কিন্তু রমজান আসলেই প্রতি বছর বেড়ে যায় খেজুরের দাম।
এ বছরও কেজিতে ১০০-১৫০ টাকা বেড়ে গিয়েছে খেজুরের দাম। সর্বনিম্ন ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে খেজুর।
ক্রেতাদের অভিযোগ সরকার শুল্ক বাড়ানোয় বেড়েছে খেজুরের দাম। বিক্রেতাদের অভিযোগ রমজানের আগেই বেড়ে গেছে খেজুরের দাম, প্রতি প্যাকেটে ৫০০-৬০০ টাকা বেশী গুনতে হচ্ছে তাদের।
বর্তমানে সবচেয়ে ভালো মেরজুন খেজুর বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়, আজোয়া ১০০০ টাকায় আর মারিয়াম খেজুর ৯৫০ টাকায়।
বিষয়: খেজুরের দাম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।