সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

১০ কোটি টাকা ক্ষতিপূরণ ও ল্যাবএইডের লাইসেন্স বাতিল চেয়ে রিট!

রাশেদ রাসেল | প্রকাশিত: ১১ মার্চ ২০২৪, ১৪:৪৮

ছবি: সংগৃহীত

আজ সোমবার (১১ মার্চ) রাহিব রেজার পরিবারের পক্ষ থেকে ল্যাবএইড হাসপাতালের বিপক্ষে একটি রিট দায়ের করা হয়েছে।

রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালে এন্ডোস্কোপি করাতে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্টে রাহিব রেজার (৩১) মৃত্যুর ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত, ল্যাবএইড ও সংশ্লিষ্ট চিকিৎসকের লাইসেন্স বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে চিকিৎসকদের অবহেলায় মৃত্যুর ঘটনায় রাহিব রেজার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।



বিষয়: ল্যাবএইড


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top