রোজার আগেই বাজারে আগুন, দিশেহারা সীমিত আয়ের মানুষ
রায়হান রাজীব | প্রকাশিত: ১১ মার্চ ২০২৪, ১৪:৫৩
কয়েক মাস ধরেই বাজারে সব নিত্যপণ্যের দর অস্বাভাবিক, টালমাটাল। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা স্বল্প ও সীমিত আয়ের মানুষ।
ক্ষুব্ধ ক্রেতারা বলছেন, বাজারে সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। সিন্ডিকেটবাজীর কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। নানা অজুহাতে চলছে লাগামহীন মূল্যবৃদ্ধি।
সরকার সংশ্লিষ্টরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে উৎপাদন থেকে শুরু করে সব পর্যায়ে তদারকি করা হচ্ছে। কেউ কারসাজি করে দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।