৫৯৫ টাকায় গরুর মাংস কিনতে ভোজন রসিকদের দীর্ঘ লাইন
রায়হান রাজীব | প্রকাশিত: ১২ মার্চ ২০২৪, ১৪:০৪
গরুর মাংসের প্রতি বাঙ্গালির আসক্তি, নতুন করে বলবার নয়। কিন্তু বাজার গরম হলে কেনার সাধ্য থাকে না।
বিষয়টি বুঝতে পেরে রসনা বিলাসে এগিয়ে এসেছে খলিল গোস্ত বিতান। খিলগাঁও উত্তর শাহজাহানপুরের খলিল ফার্নিচার গার্ডেনের পাশের ছোট দোকান ঘিরে মানুষের উপস্থিতি। গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৯৫ টাকা কেজি দরে। আর তা কিনতে বাজারের ব্যাগ হাতে মানুষের দীর্ঘ লাইন।
কমলা রঙের টিশার্ট পরে কাজ করছেন দোকানের কর্মচারীরা। দোকানের সামনেই জবাই হচ্ছে গরু। আর মুহূর্তের মধ্যেই আস্ত গরুর মাংস শেষ হয়ে যাচ্ছে। ভেজাল বা আগের জমানো মাংস মেশানোর সুযোগ নেই।
স্বল্প দামে মাংস কিনতে পেরে খুশির কথা জানালেন ক্রেতারাও। তারা বলছেন, রাজধানীর অন্যান্য এলাকায় এরকম উদ্যোগ নিতে পারলে মানুষজন উপকৃত হবে।
দোকানটির স্বত্বাধিকারী খলিল হোসেন বলছেন, সাধারণ মানুষের জন্য আমাদের এই উদ্যোগ। যতক্ষণ সামর্থ্য হবে ততক্ষণ আমরা এই কার্যক্রম চালিয়ে যাব।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।