রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

এমভি আবদুল্লাহর চিফ অফিসারের অডিও বার্তা

‘টাকা না দিলে আমাদের একজন একজন করে মেরে ফেলবে’

রাশেদ রাসেল | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৪, ১২:৫০

ছবি: সংগৃহীত

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি। এবার এই জাহাজের চিফ অফিসার মো. আতিক উল্লাহ খান মঙ্গলবার (১২ মার্চ) ইফতারের পর হোয়াটসঅ্যাপে তার স্ত্রীর কাছে একটি অডিও বার্তা পাঠিয়েছেন।

এই বার্তায় তিনি বলেছেন, "আমাদের কাছ থেকে মোবাইল নিয়ে নিচ্ছে। ফাইনাল কথা হচ্ছে, এখানে যদি টাকা না দেয়, আমাদের একজন একজন করে মেরে ফেলতে বলেছে। তাদের যত তাড়াতাড়ি টাকা দেবে, তত তাড়াতাড়ি ছাড়বে বলেছে।"

গত মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ান জলদস্যুরা। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। জাহাজটিতে মোট ২৩ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top