তিন মামলায় জামিন পেলেন নিপুণ রায়
রায়হান রাজীব | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪, ১৭:১৮
রাজধানীর শাহবাগ থানার নাশকতার তিন মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেম শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নিপুণ রায়। আসামিপক্ষে জামিন শুনানি করেন ওমর ফারুক ফারুকী, মহসিন মিয়া। শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন।
জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে রমনা মডেল থানার দুটি ও পল্টন মডেল থানার পাঁচটি মামলা। এর আগে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে ৮টি মামলা হয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।