ভারত থেকে কবে ঢুকবে পেঁয়াজ, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী
রায়হান রাজীব | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৪, ১৭:৪৪

ভোক্তারা যদি সুযোগ-সুবিধা না পায়, তাহলে যারা ব্যবসা-বাণিজ্য করে তাদের সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এছাড়া আগামী সপ্তাহে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দেশে আসবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৫ মার্চ) সকালে রাজধানীর ওসমানি মিলনায়তনে আয়োজিত বিশ্ব ভোক্তা অধিকার দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আহসানুল ইসলাম টিটু বলেন, বাজার পরিচালনা কমিটির সহযোগিতা না থাকলে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা সম্ভব নয়। শিগগিরই বাজারের সকল ব্যবসায়ীকে নিয়ে স্মার্ট বাজার ব্যবস্থাপনা তৈরি করা হবে। বাজারে যথেষ্ট পরিমাণে ছোলা ও চিনির সরবরাহ আছে। কৃষিপণ্য বাজারে আসার আগে হাতবদলসহ সর্বক্ষেত্রে তদারকি বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।