রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

রোজাকে কেন্দ্র করে নিত্যপণ্যের দামে উত্তাপ

রায়হান রাজীব | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৪, ১৮:১৯

ছবি: সংগৃহীত

রোজাকে কেন্দ্র করে গেল কয়েক মাস থেকে চড়া দামে বিক্রি হওয়া নিত্যপণ্যের দামে যেন আরও উত্তাপ ছড়িয়েছে। আর এতে জনমনে অস্বস্তি দেখা দিয়েছে।

পাইকারি বাজারে প্রতি ডজন লাল ডিমে ২০ টাকা কমলেও খুচরা বাজারে প্রতি ডজন ডিম ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সব ধরনের সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। তবে বেগুন কেজিতে ৪০ টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০, নতুন করে বাজারে ঢেঁড়স ৭০ টাকা, করলা ৮০, চিচিঙা ৫০ থেকে ৬০ টাকা, শিম ৪০ থেকে ৬০, কাঁচামরিচ ১০০ থেকে ১১০, টমেটো ৭০ থেকে ৮০, প্রতি পিস লাউ ৪০ থেকে ৬০ ও প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।

সবজি বিক্রেতারা জানান, রোজায় চাহিদা অনুযায়ী বাজারে সবজির সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। তবে সবজির দাম কমতে আরও এক সপ্তাহ লাগবে।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top