সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

৩২ নম্বরের বেজমেন্টে পানির নিচে কী পাওয়া গেল?

রাজীব রায়হান | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৫, ১৯:৪৪

ছবি: সংগৃহীত

ধানমন্ডির ৩২ নম্বরে একটি নির্মাণাধীন বাড়ির বেজমেন্টে সকাল থেকে পানি সেচ করার কাজ করছিল ফায়ার সার্ভিস। কয়েকদিন ধরে এই বাড়ির বেজমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা। বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর পর সেখানে 'সন্দেহজনক' কিছু পায়নি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর জোনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ওই ভবনের বেজমেন্টে পানি অপসারণ করে 'আয়নাঘর' বা তেমন কিছুর অস্তিত্ব পায়নি ফায়ার সার্ভিস। তিনি আরও বলেন, "আমরা পাম্পের মাধ্যমে পানি পাশের লেকে ফেলে পুরোপুরি সেচ করি। তবে সেখানে আমরা কিছু পাইনি। এরপর আমরা সেখান থেকে চলে এসেছি।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার আগমুহূর্তে এই সেচ কাজ শেষ হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ওই ভবনের সেচ কার্যক্রম শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনের নিচে থেকে সেচযন্ত্রের মাধ্যমে তোলা হয়েছে পানি। আন্ডারগ্রাউন্ডে নোংরা আবর্জনা ও ভাঙা ইটের টুকরা দেখা গেছে। সেচযন্ত্রের সাহায্যে পানি তুলে ধানমণ্ডি লেকে ফেলা হয়েছে।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের প্রতিবাদে শেখ মুজিবুর রহমানের বাড়ি সম্প্রতি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ওই ঘটনার পর সেখানকার একটি ভবনের নিচে কয়েক তলা ফ্লোরের সন্ধান মেলে।

অনেকের সন্দেহ, সেই আন্ডারগ্রাউন্ড বা বেজমেন্টে গোপন আটককেন্দ্র বা ‘আয়না ঘর’ থাকতে পারে। সেই রহস্য উন্মোচনেই আজ ভবনের নিচে জমে থাকা পানি তুলে ফেলার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে বলার মতো কিছুর সন্ধান মেলেনি। পানি সেচের সময় সেখানে ভিড় জমায় উৎসুক জনতা। সেসময় ঘটনাস্থলে দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছিলেন, বৃষ্টির পানি নিচে গিয়ে জমে থাকতে পারে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top