জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল জমায়েতের মাধ্যমে এ পার্টির আত্মপ্রকাশ ঘটে।
নতুন দলের আহ্বায়ক কমিটির শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত করা হয়েছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ডা. তাসনিম জারা।
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেছেন, বাংলাদেশে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে পারিবারিক আধিপত্য থাকবে না এবং জনগণের ক্ষমতা প্রকৃত অর্থেই জনগণের হাতে থাকবে।
তাসনিম জারা বলেন, আমরা এমন এক রাজনীতি চাই, যেখানে ক্ষমতা কেবল একটি পরিবারে সীমাবদ্ধ থাকবে না। নেতৃত্বে আসতে হলে মেধা ও যোগ্যতা গুরুত্বপূর্ণ হবে, ব্যক্তিগত পরিচয় নয়।
তিনি আরও বলেন, বিগত সময়ের রাজনীতি ছিল ক্ষমতার খেলা, জনগণের সঙ্গে প্রতারণা ও স্বার্থের লেনদেন। আমরা এর অবসান চাই। আগামীর বাংলাদেশ বদলাবে, এবং তা জনগণের হাত ধরেই বদলাবে।
এনসিপির এই নেতা মনে করেন, নতুন ধারার রাজনীতি জনগণের অধিকার পুনরুদ্ধার করবে এবং সমতার ভিত্তিতে নেতৃত্ব নিশ্চিত করবে। তাসনিম জারা যুক্তরাজ্যের কেমব্রিজের একজন চিকিৎসক ও সহায় হেলথ-এর সহপ্রতিষ্ঠাতা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।