মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বেইলি রোডে সিরাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার

রাজীব রায়হান | প্রকাশিত: ৬ মে ২০২৫, ১১:৪১

ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টা। এভাবেই নিয়ন্ত্রণে আসে রাজধানীর বেইলি রোডের আগুন। ভবনটি থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

একইসঙ্গে ভবনের ছাদে আশ্রয় ব্যক্তিদের নিচে নামিয়ে আনতে থাকেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখান থেকে মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন নারী ও দুই শিশু রয়েছে।

প্রাথমিকভাবে ভবনের বেজমেন্টের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। তবে আগুনের কারণ নির্ণয়ে তদন্ত করা হবে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে। এমনটা জানায় ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিচে আগুন লাগায় উপরের মানুষ আতংকিত হয়ে পড়ে। এতে অনেকে ভবনের ছাদে উঠে যায়। এদিকে আগ্নিকাণ্ড দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা। তাদের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করে সেনাবাহিনী। ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের ওই ভবনের বিভিন্ন তলায় পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন জিনিসের দোকান।

গত বছরের ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। ওই ভবনে বেশ কয়েকটি রেস্তোরাঁয় নানা বয়সী মানুষ রাতের খাবার খাওয়ার সময় আগুন লাগে। তখন ভবন থেকে বের হওয়ার সুযোগ না পেয়ে ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে বেশির ভাগ মানুষের মৃত্যু হয়। তাঁদের মধ্যে নারী ও শিশু ছিল বেশ কয়েকজন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top