বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পুনরায় নির্বাচিত দলের প্রধান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩

সংগৃহীত

নেপালের জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি আবারও নিজের রাজনৈতিক দলের প্রধান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার কমিউনিস্ট পার্টি ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল)-এর সদস্যরা রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত দুই দিনের সাধারণ সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে তাকে দলের নেতৃত্বে বহাল রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করেন। এর ফলে আগামী বছরের জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও তত্ত্বাবধান করার দায়িত্ব অলি হাতে থাকবেন।

দলের প্রচার বিভাগের প্রধান রাজেন্দ্র গৌতম ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, অলির নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈশ্বর পোখরেলের তুলনায় তিনি প্রায় তিন গুণ ভোট পান। অলি পান ১,৬৬৩ ভোট, আর পোখরেল পান ৫৬৪ ভোট।

জেন-জি আন্দোলনের প্রেক্ষাপট

গত বছরের সেপ্টেম্বরে জেন-জি আন্দোলনের পর অলির সরকারের পতন ঘটে এবং তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সাময়িক নিষেধাজ্ঞা, দীর্ঘদিনের অর্থনৈতিক স্থবিরতা ও রাজনৈতিক দুর্নীতির অভিযোগে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হন।

অলির পদত্যাগপত্রে উল্লেখ ছিল, তার সরে দাঁড়ানো ‘রাজনৈতিক সমাধান ও সমস্যার নিষ্পত্তির পথে সহায়ক হবে’। এরপর সুশিলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন এবং আগামী ৫ মার্চের নির্বাচন পর্যন্ত দেশকে নেতৃত্ব দেবেন।

নির্বাচনী প্রস্তুতি ও প্রতিশ্রুতি

অলি নিজেকে দলের সর্বোচ্চ নেতা হিসেবে সুপরিকল্পিতভাবে ভাবমূর্তি গড়ে তুলেছেন। বিভিন্ন সমাবেশে ‘কেপি বা (বাবা), আমরা তোমাকে ভালোবাসি’ লেখা পোস্টার ও ব্যানার দেখা গেছে।

সিপিএন-ইউএমএল নেতা মাগার বলেন, “অলির নেতৃত্বেই আমরা দেশকে সমৃদ্ধ করতে পারি। যে ঘটনা ঘটেছে, তা আন্তর্জাতিক হস্তক্ষেপের ফল।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের অবিশ্বাস এবং নির্বাচনের ওপর চ্যালেঞ্জ থাকলেও, কার্কি প্রতিশ্রুতি দিয়েছেন ন্যায়সঙ্গত ও ভয়মুক্ত নির্বাচন আয়োজনের।

সূত্র: এএফপি

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top